বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করতে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, চলতি মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়েছে, আর গত জুন মাসে অনুমোদন মেলে আরেকটি বুলেটপ্রুফ গাড়ির।