খবরবিশ্বপাতা

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে চলছে ব্যাপক বিক্ষোভ।
নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বড় বড় শহরে নেমে এসেছে হাজারো মানুষ।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমায়েত হয় বিশাল জনসমুদ্র। সড়ক ও পাতাল রেলের প্রবেশপথে উপচে পড়ে মানুষ।
তাদের হাতে প্ল্যাকার্ড— ‘রাজতন্ত্র নয়, গণতন্ত্র চাই’ এবং ‘সংবিধানের বিকল্প কিছু নয়’।

ট্রাম্পের সহযোগীরা অভিযোগ তুলেছেন— এই বিক্ষোভে বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের সংশ্লিষ্টতা আছে। তারা একে বলেছেন ‘হেইট আমেরিকা র‍্যালি’।
তবে আয়োজকরা দাবি করেছেন, এটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি ‘নো কিংস’ আন্দোলনের অংশ হিসেবে।

নিউইয়র্কে ঢাক-ঢোল আর সঙ্গীতের তালে বিক্ষোভকারীরা স্লোগান তুলেছেন— ‘গণতন্ত্র দেখতে এমনই’।
আকাশে ড্রোন ও হেলিকপ্টার নজরদারি, পাশে মোতায়েন পুলিশ।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এক লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে এই বিক্ষোভে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *